বাউফলে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপনে দুইদিনের কর্মসূচী পালিত

বাউফলে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপনে দুইদিনের কর্মসূচী পালিত

বাউফল প্রতিনিধিঃ  বাউফলে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপনে স্পিড ট্রাস্ট দু দিনের কর্মসূচী পালন করেছে। এএলআরডি সহযোগিতায় স্পিড ট্রাস্ট আয়োজনে গতকাল শনিবার প্রথম দিনের কর্মসূচী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য হচ্ছে “প্রজন্মের সমতা এবং নারীর অধিকার।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন ব্রীজ সংলগ্ন অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন স্পিড ট্রাস্ট এনিমেটর সাইফুল ইসলাম। সভায় শুভেচ্ছা বক্তব রাখেন, স্পিড ট্রাস্ট প্রোগ্রাম অফিসার রিনা ঘোষ। মুল প্রবন্ধ উপস্থাপন করেন চরওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা সামসুন্নাহার।
 বাংলাদেশ ভূমিহীন,দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ভূমিষত্ব এবং যৌথ কৃষি চর্চা প্রকল্পের কর্ম এলাকায় ১০ টি জনসমবায় দলের ভিন্ন ভিন্ন ভাবে বিষয়টি নিয়ে আলোচন, পোষ্টার প্রদর্শনী এবং লিফলেট বিতরন চলমান থাকবে। জন সমবায় দলে নিম্মোক্ত বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় নারীর ভূমি অধিকার; কৃষিতে নারীর অবদান এবং কৃষক হিসেবে নারীর স্বীকৃতির লড়াই; নারীর সকল অধিকার প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতাসমূহ এবং প্রতিকারের লক্ষ্যে সরকার ও নাগরিকদের ভূমিকা;স্থানীয় পর্যায়ের দাবি এবং সুপারিশ তুলে ধরা।
শুভেচ্ছা বক্তব্যে রিনা ঘোষ বলেন,আর্ন্তজাতিক নারী দিবস পালনে জনসমবায় দলের উদ্দেশ্য হচ্ছে, চরাঞ্চলে নারীদের মর্যাদা তুলে ধরা এবং এলাকায় নারীদের ভূমি অধিকার বিষয় সচেতনতা সৃষ্টি করা। ভূমি, কৃষি, পানি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদে প্রান্তিক জনগোষ্ঠীসহ নারীর অধিকার ও সম্মান প্রতিষ্ঠার দাবি নিয়ে এএলআরডি নিরলস কাজ করে আসছে। নারীর অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এএলআরডি সহযোগী সংস্থার মাধ্যমে দেশব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালনের জন্য অন্যান্য বছরের ন্যায় এবারও বিভিন্ন কর্মসূচি পালন করছে।